Brahma Janen Gopon Kommoti Review।। ব্রাহ্মা জানেন গোপন কম্মটি রিভিউ
ব্রহ্মা জেনেন গোপন কম্মটি একটি ২০২০ ভারতীয় বাংলা নাটক চলচ্চিত্র ।। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এবং উইন্ডোজ প্রোডাকশন প্রযোজনা করেছেন ।।
এতে অভিনয় করেছেন
রিতাভরি চক্রবর্তী,
সোহম মজুমদার,
সোমা চক্রবর্তী,
আম্বরীশ ভট্টাচার্য,
মানসী সিনহা,
এবং সুভাষিশ মুখোপাধ্যায়।
চলচ্চিত্রটির গল্প শাবরীকে অনুসরণ করেছে (রিতাভরি চক্রবর্তী অভিনয় করেছেন) যিনি পুরোহিতের কন্যা এবং সংস্কৃতের প্রভাষক। তার বাবার কাজের প্রভাবের কারণে তারও আচার অনুষ্ঠান করার গোপন আকাঙ্ক্ষা রয়েছে।
ছবিটি ২০২০ সালের ৬ইং মার্চ প্রকাশিত হয়েছিল
সংক্ষিপ্তসার শাবরী (রিতাভরি) একজন প্রভাষক এবং পারফর্মিং শিল্পী এবং একই সাথে অন্য পেশায় ছিলেন। যখন সে তার বাগদত্তাকে তার একাধিক পরিচয় সনাক্ত করতে দেয়, তখন তাকে হতাশ করা হয় এবং অনিচ্ছাকৃতভাবে প্রতিক্রিয়া জানায়। এই নাটকীয় কৌতুক আমাদের জগতের পুরানো রীতিনীতি, আচার এবং লিঙ্গ ভারসাম্যহীনতার সংমিশ্রনের পার্থক্যগুলিকে আবদ্ধ করে ।
অভিনয়
শাবরী চরিত্রে রিতাভরি চক্রবর্তী গুরুদাসী চরিত্রে মানসী সিনহা শুভশীষ মুখোপাধ্যায় পুরহিত মোশাই চরিত্রে বিক্রমাদিত্য চরিত্রে সোহম মজুমদার আমরাবাতি চরিত্রে সোমা চক্রবর্তী আমতাশ ভট্টাচার্য্য প্রতাপাদিত্য হিসাবে তানিকা বসু অভিরূপ ।
পরিচালক | অরিত্র মুখার্জি |
---|---|
প্রযোজক | উইন্ডোজ প্রোডাকশন |
রচয়িতা | জিনিয়া সেন |
কাহিনিকার | জিনিয়া সেন |
শ্রেষ্ঠাংশে | ঋতাভরী চক্রবর্তী শুভাশিষ মুখোপাধ্যায় সোমা চক্রবর্তী সোহম মজুমদার মানসী সিংহ অম্বরীশ ভট্টাচার্য |
সুরকার | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
চিত্রগ্রাহক | অলোক মাইতি |
সম্পাদক | মলয় লাহা |
মুক্তি | ৬ মার্চ ২০২০ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |